DISARI FOUNDATION, BANGLADESH
দিশারী বৃত্তি প্রকল্প ২০১৩এর ফলাফল প্রকাশ
গত ২০-০১-২০১৪ ইং তাং দিশারী বৃত্তি প্রকল্প ২০১৩ এর ফলাফল প্রকাশ করেন দিশারী ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপদেষ্টা এডভোকেট মোঃ হাসান মুরাদ, এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী, লায়ন এ বি এম ইমরান, দিশারী ফাউন্ডেশন এর বিভাগীয় মহা-পরিচালক প্রকৌশলী মোঃ মাহ্ফুজ উর রহমান, বিভাগীয় সদস্য রাজীব চৌধুরী, দিশারীর চট্টগ্রাম মহানগর এর পরিচালক হাসান আল মেহেদি, চট্টগ্রাম উত্তর এর পরিচালক এডভোকেট আলি ইয়াছিন, নির্বাহি মোঃ আবু হানিফ, কক্সবাজার পরিচালক আসরাফুর রহমান, কক্সবাজার কক্সবাজার জেলা সদস্য সচিব প্রকৌশলী তানভীর মাহমুদ ও থানা পরিচালক বৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২৫-১২-১৩ ইং তাং থেকে ২৮-১২-১৩ পর্যন্ত চট্টগ্রামের ৮টি থানায় ও রাঙ্গামাটির একটি থানা উক্ত পরীক্ষা অনুস্থিত হয়। উক্ত পরীক্ষায় টেলেন্ডপুলে সহ সীতাকুন্ড, কাউখালি, রাঙ্গামাটি, হাটহাজারী, বোয়ালখালী, মীরসরাই, ভূজপুর, ফটিকছরি, রাউজানওরাঙ্গুনিয়া থানার ৩য় শ্রেণীতে ৬১জন, ৪র্থ শ্রেণীতে ১০২জন, ৫ম শ্রেণীতে ১০০জন, ৬ষ্ঠ শ্রেণীতে ৭৩জন, ৭ম শ্রেণীতে ৭১জন, ৮ম শ্রেণীতে ৩৯জন এবং ৯ম শ্রেণীতে ৩৭ জন বৃত্তি পেয়েছে। উক্ত পরীক্ষায় মোট ২৩০০ ছাত্র-ছাত্রী উপস্তিত হয়েছিল।
আগামি ২৬-০৩-১৪ তাং এ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। আমাদের ওয়েবসাইট https://disarifoundationbd.n.nu তে সব ধরনের সহযোগীতা ও তথ্য পাওয়া যাইবে।
DISARI FOUNDATION BANGLADESH